চিফ একাউন্টস এন্ড ফিন্যান্স অফিসার এর কার্যালয়

স্বরাষ্ট্র মন্ত্রণালয়

অফিস প্রধান

 

জনাব মোহাম্মদ মনিরুজ্জামন হাওলাদার, হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয় কর্তৃক জারীকৃত-০৭.০৩.০০০০.০০১.২৬.০০৩.২৩. ১৫৮১ , তারিখঃ ১৪-১১-২০২৩ খ্রি. অফিস আদেশের মাধ্যমে গত ২৯-১১-২০২৩ খ্রি. তারিখ চিফ একাউন্টস এন্ড ফিন্যান্স অফিসার (স্বরাষ্ট্র মন্ত্রণালয়) পদে যোগদান করেন।  বাংলাদেশ সিভিল সার্ভিস অডিট এন্ড একাউন্টস ক্যাডারের ২২তম ব্যাচের কর্মকর্তা জনাব মোহাম্মদ মনিরুজ্জামান হাওলাদার, ১৯৭৬ সালে ০২ সেপ্টেম্বর তারিখে মাদারীপুর জেলার সদর উপজেলার অন্তর্গত খামারবাড়ী গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন। তিনি গ্রামের স্কুল থেকে কৃতিত্বের সহিত ১৯৯১ সালে এস.এস.সি. ও ১৯৯৩ সালে ঢাকা কলেজ, ঢাকা থেকে কৃতিত্বের সহিত এইচ.এস.সি. পাশ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান বিভাগ থেকে বি.কম. (সম্মান) এবং এম.কম. ডিগ্রী অর্জন করেন।

এর পূর্বে তিনি পরিচালক (অর্থ) বাংলাদেশ রেলওয়ে, চিফ একাউন্টস এন্ড ফিন্যান্স অফিসার, কৃষি মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ; বিভাগীয় হিসাব নিয়ন্ত্রক, খুলনা, বরিশাল, রাজশাহী ও রংপুর পদে দায়িত্ব পালন করেন। এ ছাড়াও তিনি বাংলাদেশ রেলওয়ের অর্থ বিভাগে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদের দায়িত্বসহ স্থানীয় ও রাজস্ব অডিট অধিদপ্তর ও বাণিজ্যিক অডিট অধিদপ্তরে উপ পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।

জনাব মোহাম্মদ মনিরুজ্জামান হাওলাদার, কর্মজীবনে সরকারি অডিট কার্যক্রমের অংশ হিসেবে  সৌদি আরব, সংযুক্ত আরব অমিরাত, কানাডা, তুরস্ক, বেলজিয়াম এবং ওমান ভ্রমণ করেন। অধিকিন্তু তিনি পাবলিক ফিন্যান্স ম্যানেজমেন্ট এবং অডিট সংক্রান্ত বিষয়ে ভারত ও ফিলিপাইন এ অনুষ্ঠিত প্রশিক্ষণে অংশ গ্রহণ করেছেন। ব্যক্তি জীবনে তিনি দুই কন্যা ও এক পুত্র সন্তানের জনক।

হিসাব মহানিয়ন্ত্রক

জনাব কামরুন নাহার
হিসাব মহানিয়ন্ত্রক (সিজিএ)
বিস্তারিত

অফিস প্রধান

জনাব মোহাম্মদ মনিরুজ্জামান হাওলাদার
চিফ একাউন্টস এন্ড ফিন্যান্স অফিসার
বিস্তারিত