জনাব মোঃ শাহজাহান
চিফ একাউন্টস এন্ড ফিন্যান্স অফিসার (সিএএফও)
জনাব মোঃ শাহজাহান ১২ আগস্ট, ২০২৫ খ্রি. তারিখে এ কার্যালয়ে চিফ একাউন্টস এন্ড ফিন্যান্স অফিসার (সিএএফও) হিসেবে যোগদান করেন। তিনি বাংলাদেশ সিভিল সার্ভিসের নিরীক্ষা ও হিসাব ক্যাডারের একজন সদস্য।
জনাব মোঃ শাহজাহান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি বিভাগীয় ও বিভাগ বহির্ভূত বিভিন্ন প্রশিক্ষণ প্রতিষ্ঠানে হিসাব ও নিরীক্ষা সংক্রান্ত বিষয়ে প্রশিক্ষণ প্রদান করে থাকেন।
কর্মজীবনে তিনি নিরীক্ষা ও হিসাব বিভাগের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো- চিফ একাউন্টস এন্ড ফিন্যান্স অফিসার (সিএএফও) হিসেবে স্থানীয় সরকার বিভাগ, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, মন্ত্রিপরিষদ বিভাগ এবং কৃষি মন্ত্রণালয়ের চিফ একাউন্টস এন্ড ফিন্যান্স অফিসারের কার্যালয়ে কর্মরত ছিলেন। তাছাড়া তিনি বিভাগীয় হিসাব নিয়ন্ত্রক (ডিসিএ) হিসেবে খুলনা ও ময়মনসিংহ বিভাগে এবং পরিচালক ও উপপরিচালক হিসেবে পূর্ত অডিট অধিদপ্তরে কর্মরত ছিলেন।
মিশন অডিট পরিচালনা, প্রশিক্ষণ এবং কর্মশালায় অংশগ্রহণের জন্য তিনি বিভিন্ন দেশ ভ্রমণ করেছেন, যার মধ্যে রয়েছে- ভারত, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, গ্রিস, ভিয়েতনাম, কুয়েত, আরব-আমিরাত, স্পেন, তুরস্ক।
ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত এবং তিন সন্তানের জনক।